ইউএনওর বাংলোয় জিম্মি করে টাকা ও সোনার গয়না হাতিয়ে নেয়া মামলায় গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ

স্টাফ রিপোর্টার: দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার আবুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

সূত্র বলেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলোয় গ্রিল কেটে ঢুকে জিম্মি করে টাকাসহ সোনার গয়না হাতিয়ে নেয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্যও সে দিয়েছে বলে জানা গেছে। আবুল বাশার দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার আবুল কাশেমের ছেলে। গত ২৩ মে রাতে সদর উপজেলা নির্বাহী অফিসারের বাংলোয় জিম্মি করে টাকাসহ সোনার গয়না ছিনিয়ে সটকে পড়ার ঘটনা ঘটে। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি তদন্ত বলেছেন, ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে বাশারকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে। বাশারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তথ্য উদ্ধার হবে বলে আমরা আশা করছি। সে কারণেই তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

Leave a comment