খবর: (আনছারবাড়িয়া স্টেশনের আবাসিক কোয়ার্টারের পাশে দখলদারের মধ্যে সংঘর্ষ)
কার সম্পদ কে নিতে চায় বাগিয়ে
সুযোগ বুঝে নেতার ছোঁয়া লাগিয়ে
বউ নিলো কে অন্ধকারে ভাগিয়ে
যায় না বোঝা কাছাকাছি না গিয়ে।
খুব গোপনে দান নিলো কে বাগিয়ে
কায়দা করে পকেটখানা খসিয়ে
পরকে দিয়ে ভূঁয়ে লাঙল চষিয়ে
গল্প করেন নানান কথা রসিয়ে।
নিচ্ছে ওরা মাল-সামানা হাতিয়ে
সাত-সতীনে মজার খেলা পাতিয়ে
ভোগা দিয়ে রাখছে আসর মাতিয়ে
সরাও ওদের আচ্ছারকম লাথিয়ে।
আহাদ আলী মোল্লা