চাঁদার টাকা আনতে গিয়ে মামুনশিয়ায় তিন চাঁদাবাজ গ্রেফতার : ককটেল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: চাঁদার টাকা আনতে গিয়ে ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রাম থেকে ককটেলসহ তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে বাজার গোপালপুর ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন চাঁদাবাজকে গ্রেফতার করে। তাদের দেহ তল্লাশি করে তিনটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার তদন্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, গ্রেফতারকৃতরা কয়েকদিন আগে মামুনশিয়া গ্রামের কুমিল্লাপাড়ার বুদো শেখের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় তারা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলো। রোববার রাতে তারা বুদোর বাড়ির সামনে অবস্থান নেয়। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। চাঁদাবাজ দল সেখানে অবস্থান করছে এ সংবাদের ভিত্তিতে বাজারগোপালপুর ক্যাম্প ইনচার্জ সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সঙ্ঘবদ্ধ চাঁদাবাজ দলকে গ্রেফতারের চেষ্টা চালায়। তারা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাবার চেষ্টা করে। অন্যরা পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে একই গ্রামের কদম আলীর ছেলে নুর ইসলাম (২০) আব্দুল হামিদের ছেলে মওলা মিয়া (৪০) এবং আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৪৮)। তাদের দেহ তল্লাশি করে ৩টি তাজা ককটেল উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের নিকট চাঁদাবাজের ঘটনার সাথে জড়িত কয়েকজন সঙ্গীর নাম প্রকাশ করেছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।