কুষ্টিয়ায় ববি হত্যা মামলায় একজনের ফাঁসি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মডেল থানায় দায়ের করা বিউটি পার্লার কন্যা শাহজাদি ফারজানা ওরফে ববি হত্যা মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এক জনাকীর্ণ আদালতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় প্রদান করেন। ফাঁসিদণ্ডাদেশ প্রাপ্ত আসামির নাম মজিবর রহমান ওরফে লিখন। সে শহরের কমলাপুর মোড় এলাকার বিশিষ্ট গমব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৭ মার্চ সন্ধ্যায় শহরের কাটায়খানা মোড় এলাকার শাহজাদি ফারজানা ওরফে ববিকে তার নিজস্ব বিউটি পার্লার গ্লামার ওয়ার্ল্ডে একদল অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত ববির স্বামী আবু শামস বাদী হয়ে কুষ্টিয়া শহরের ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে মজিবর রহমান ওরফে লিখন ও তার স্ত্রী শারমিন আক্তার বৈশাখীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। লিখন ও বৈশাখীর স্বীকারোক্তিতে আরো ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় কুষ্টিয়া মডেল থানা পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামি লিখনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন আদালত। এতে মামলার প্রধান আসামি লিখনকে ফাঁসির রায় প্রদান করা হলেও অন্য ৪ আসামি বেকসুর খালাস পান। রায় ঘোষণার সময় আসামি লিখনসহ প্রত্যেকেই আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী ও এডিশনাল পিপি অ্যাড. জাহাঙ্গীর আলম গালিব। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অধ্যক্ষ অ্যাড. আমিরুল ইসলাম, অ্যাড. মীর আরশে আলী।