শিশু হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার: কক্সবাজার শহরের নুনিয়ারছটা এলাকার হৃদয় মণি নামের ছয় বছর বয়সী এক শিশুকে অপহরণ ও হত্যার দায়ে মিয়ানমারের দুনাগরিকসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার বেলা ১২টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মিয়ানমারের আকিয়াবের মো. আবদুল খালেক ও আবদুল শুক্কুর এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাদাতলীর মো. বাহাদুর মিয়া। তারা কক্সবাজার জেলা কারাগারে বন্দী রয়েছেন।

Leave a comment