মালয়েশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্পের পর মাউন্ট কিনাবালু থেকে এখন পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার মালয়েশিয়ার পর্যটন, সংস্কৃতি ও পরিবশে মন্ত্রী মাজিদি মানজুন বলেন, নিহতদের মধ্যে ছয় জন মালয়েশিয়ার, সাতজন সিঙ্গাপুরের এবং ফিলিপাইন, চীন ও জাপানের একজন করে নাগরিক রয়েছেন।

নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। সে সিঙ্গাপুরের টানজং কেটং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। বিদ্যালয় থেকে শিক্ষা সফরে গিয়েছিল শিশুটি। সংবাদ সম্মেলনে মাজিদি আরো বলেন, তালিকা অনুযায়ী, কিনাবালু পার্কে দুইজন নিখোঁজ ছিলেন। তাদের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। সোমবার পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলেও জানান মন্ত্রী। গত শুক্রবার ভূমিকম্পের পর মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিনাবালুতে প্রায় দেড়শ’ পর্বতারোহী আটকা পড়েছিলেন। তখন এক বা দুজনের মৃত্যু হয়েছে বলেও প্রাথমিকভাবে জানানো হয়।