মেহেরপুর অফিস: ফুসলিয়ে ভারতে নেয়ার পথে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী থেকে স্কুলছাত্রীসহ এক পাচারকারী আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকালের দিকে।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের তাইজেলের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী লাকিকে ফুঁসলে ভারতে পাচারের উদ্দেশে নেয় গাংনীর করমদী গ্রামের ইমামুলের স্ত্রী আদুরী খাতুন। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল বামন্দী থেকে পাচারকারী আদুরী খাতুনকে আটক করে এবং স্কুলছাত্রী লাকিকে উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নেয়। পরে আদুরী ও লাকিকে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাজির করা হয়। তাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়। পাচারকারী আদুরী খাতুন করমদী গ্রামের ইমামুলের স্ত্রী। তাদেরকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।