দামুড়হুদায় সরকারি মূল্যে ধান-গম ক্রয়ে দুর্নীতি বন্ধসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সরকারি মূল্যে ধান-গম ক্রয়ে দুর্নীতি ও সিন্ডিকেট বন্ধসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় কৃষক সমিতি দামুড়হুদা উপজেলা শাখার পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের মাধ্যমে বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বরাবর ওই স্মারকলিপি পেশ করা হয়। জাতীয় কৃষক সমিতির কেন্দ্রিয় সদস্য সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি জামাত আলী, সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী, সদস্য ডা. মাসুম আলী খাঁন, আফাজ উদ্দিন, মোশারফ হোসেন, নুহুনবী, মানবাধিকার কর্মী দোস্ত মোহাম্মদ, মুরশীদসহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ১০ দফা দাবিতে যা উল্লেখ করা হয়েছে তা হলো (১) প্রতিটি ক্রয়কেন্দ্রে (ধান ও গম) দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করাসহ কৃষকদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। (২) ২২ টাকা কেজি দরে ধান এবং ২৮ টাকা কেজি দরে গম কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করতে হবে। (৩) ডিজেল, সার, কিটনাশকসহ কৃষি যন্ত্রপাতির মূল্য অর্ধেক করতে হবে। (৪) ভূট্টার মূল্য (প্রতিমণ) ১ হাজার টাকা এবং পাটের মূল্য (প্রতিমণ) ২ হাজার টাকা করতে হবে। (৫) দুর্নীতি প্রতিরোধে জরুরিভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। (৬) কৃষক ও ক্ষেতমজুরদের স্বার্থে কৃষি আদালত গঠন করতে হবে। (৭) মরাগাং ও দলকা বিলে জেগে ওঠা খাস জমি ভূমিহীনদের মধ্যে একসনা বন্দোবস্ত দিতে হবে। (৮) কার্পাসডাঙ্গার খাস জমি ভূমিহীনদের মধ্যে বন্টন করতে হবে। (৯) পল্লী বিদ্যুতের দুর্নীতি বন্ধসহ বিদ্যুতের মূল্য কমাতে হবে। (১০) কৃষক ও ক্ষেতমজুরদের জন্য পল্লি রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।