দামুড়হুদায় পিতা-পুত্রসহ ৫ আসামি গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পিতা-পুত্রসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই আফজাল হোসেন, এসআই কবির হোসেন মাতুব্বর, এএসআই আব্দুল হাই, এএসআই হাদিউজ্জামান ও এএসআই আলমগীর হোসেন পৃথক অভিযান চালিয়ে জিআর মামলার ওই ৫ আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো, দামুড়হুদার বদনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কালাম আজাদ (৪৫), ওসমানপুর গ্রামের মৃত আবুর ছেলে বাবুর আলী (৪৮), বাবুর আলীর ছেলে হাবিবুর (২৫), সাড়াবাড়িয়া গ্রামের আইনুদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪০) ও লোকনাথপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর ওরফে পিন্টু (২৫)। গ্রেফতারকৃতদের আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ওসি ফকির আজিজুর রহমান।

Leave a comment