টিপ্পনী

 

খবর: (রড বোঝাই ট্রাক ছিনতাই)

চোর ডাকাতের মেলা

চলছে মজার খেলা

যেথায় যাবেন সেথায় পাবেন

চোরের চেলাপেলা।

 

চোরের বড় গলা

যায় না কিছু বলা

থানায় যাবেন বিচার চাবেন

দেখতে পাবেন কলা।

 

চোর ডাকাতের পোলা

বোঝাই করে ঝোলা

শাঁসটুকু সব সাবাড় করে

রাখছে ফেলে খোলা।

 

_আহাদ আলী মোল্লা

Leave a comment