গাংনীতে বিজিবি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর আদালতে মামলা

মেহেরপুর অফিস : প্রতারণার অভিযোগ তুলে এক বিজিবি সদস্যের বিরুদ্ধে মেহেরপুর আদালতে মামলা করেছেন এক প্রবাসীর স্ত্রী। মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামের প্রবাসী আব্দুল কাদ্দুসের স্ত্রী শামীমা আক্তার বানু একই গ্রামের মো. রেজাউলের ছেলে বিজিবি সদস্য মো. লিটনের নামে ওই অভিযোগ দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামের মো. রেজাউলের ছেলে মো. লিটন প্রায় এক বছর আগে বর্ডারগার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি নেয়ার সময় একই গ্রামের প্রবাসী আব্দুল কাদ্দুসের স্ত্রী শামীমা আক্তার বানুর নিকট টাকা চায়। লিটনের উপকার হবে এবং ৩ মাসের মধ্যে টাকা ফেরত দেবে শর্তে প্রবাসীর স্ত্রী বানু কয়েকজন সাক্ষীর সম্মুখে তাকে এক লাখ টাকা ধার দেন। চাকরি হওয়ার পর লিটন ট্রেনিঙে চলে যায়। এর মধ্যে বাড়িতে টাকা চাইতে গেলে বানুকে তারা বলেন, লিটন ফিরে এলে সমস্ত টাকা ফেরত দেবে। লিটন ট্রেনিং শেষে গত ১১ মার্চ বাড়ি ফেরে। এরপর বানু তার সাথে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে লিটন টাকা দেবে না বলে জানিয়ে দেয় এবং তার সাথে অসদাচরণ করে। এ ঘটনায় বিজিবি সদস্য মো. লিটনকে আসামি করে শামীমা আক্তার বানু মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একটি মামলা দায়ের করেছেন।

Leave a comment