আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

 

আলমডাঙ্গা ব্যূরো: আলমডাঙ্গা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এটিম মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে । গতকাল রোববার সকালে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা ক্রীড়া সম্পাদক জিহাদী জুলফিকার টুটুল, সহকারী শিক্ষা অফিসার নুর ইসলাম, শাহাজান রেজা, শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সম্পাদক আশরাফুল আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, সহকারী শিক্ষক মোল্লা ফেরদৌসউল রিজভী, আহসান কবীর, আশরাফুল হকসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। উদ্বোধনী খেলায় বালক আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় এবং বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে হারিয়ে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।

Leave a comment