মাথাভাঙ্গা মনিটর: রাস্তায় প্রস্রাব করে হাতেনাতে ধরা পড়লেন রিয়াল মাদ্রিদের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময়কার ছবিতে তাকে খুবই বিব্রত দেখা গেছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রোনালদো একটি গাড়ির আড়ালে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। এ সময় সিকিউরিটি গার্ড দেখে ফেলে তাকে দ্রুত এলাকা ত্যাগ করতে বলেন। ফ্রান্সের সেন্ট ত্রোপেজ শহরের লি কুআই হোটেল থেকে বের হয়ে এ বিব্রতকর অবস্থায় পড়েন তিনি।