মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের মধ্যকার দ্বন্দ্বে মার্কিন নাগরিকদের ফোনালাপের ওপর নজরদারি বন্ধ করতে চলেছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। রবিবার স্থানীয় সময় মধ্যরাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে গোয়েন্দা সংস্থাগুলোর এ ধরনের তত্পরতা দীর্ঘায়িত করার বিষয়ে আইন পাস করতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।
২০১৩ সালে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর জনগণের ফোনালাপসহ এই ধরনের কার্যক্রমে নজরদারির বিষয়ে তথ্য ফাঁস করেন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সিআইএ প্রধান বলেছেন নজরদারি সংক্রান্ত ব্যবস্থাটি নবায়ন না করা হলে তা সন্ত্রাসীদের কর্মকাণ্ডের প্রতি নজর রাখার প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে।