আছড়ে পড়লো ৭শ কেজির ঘুড়ি : আহত ৪

মাথাভাঙ্গা মনিটর: ঘুড়ি উৎসব দেখতে গত রোববার জাপানের হিয়াজিওমি শহরের শিগা এলাকার একটি পার্কে জড়ো হয়েছিলেন দর্শনার্থীরা। কিন্তু বিধিবাম। আচমকা একটি ঘুড়ি এসে পড়ল দর্শনার্থীদের ওপর। আর এতে আহত হলেন ছেলে-বুড়োসহ চারজন। কেন না এই ঘুড়ি তো আর যেন তেন ঘুড়ি না। এর ওজন ছিলো ৭শ কেজি! হিয়াজিওমি শহরটি ঘুড়ি উৎসবের জন্য বেশ পরিচিত। প্রতি বছর জাপানে আয়োজন করা হয় বিভিন্ন ঘুড়ি উৎসবের। উড়ানো হয় বিশাল বিশাল দৈত্যাকৃতির ঘুড়ি। উৎসবের আয়োজকেরা জানান, গতকাল আকাশ থেকে যে ঘুড়িটি নিচে পড়ে যায় এটি বাঁশের ফ্রেম দিয়ে তৈরি ছিলো। এটির দৈর্ঘ্য ১৩ মিটার ও প্রস্থ ১২ মিটার।