পাকিস্তানের কোচ হতে রাজি ওয়াসিম আকরাম

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান ক্রিকেট বোর্ড ডাকলে দলের কোচ হতে রাজি দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। গাদ্দাফি স্টেডিয়ামে জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে এসে এমন কথা জানান বিশ্বকাপ জয়ী এ পেস লিজেন্ড। আলাপকালে ওয়াসিম বলেন, ‘তারা আমাকে ভাল বা খারাপ যে প্রস্তাবই দিকনা কেন আমি কিছু মনে করব না। পিসিবি যখনই ডাকবে আমি আসব। তবে এ জন্য প্রথমে আমাকে তাদের ডাকতে হবে; তারা না ডাকলে আমি কিভাবে সাহায্য করি? পাকিস্তানে ক্রিকেটিং সুপারস্টার তৈরি হওয়াটা থেমে থাকবে না বলে আশা প্রকাশ করেন ওয়াসিম। তবে এসব তরুণ ক্রিকেটারদের বিশ্বমানের খেলোয়াড় হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। ওয়াসিম বলেন, খেলোয়াড়দের দেখাশোনা করাটা অধিনায়ক ও কোচদের দায়িত্ব। আপনাকে তারকা তৈরি করতে হবে। কারণ, এখানে মেধাবী অনেক খেলোয়াড় রয়েছে। ইমরান খান, জাভেদ মিঁয়াদাদ এবং মুদাস্সর নজর আমাকে তারকা বানিয়েছেন এবং তারপর আমি দলকে সাহায্য করতে পেরেছি যে কারণে সাকলাইন মুশতাক, শহিদ আফ্রিদি ও অন্যদের মতো খেলোয়াড়দের শিখাতে পেরেছি।