জমি জমা নিয়ে বিরোধ : পিতাসহ দুপুত্র রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার: জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে প্রতিবেশী প্রতিপক্ষের সাথে সংঘর্ষে পিতাসহ দুপুত্র রক্তাক্ত জখম হয়েছে। জখম তিন জনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা সদরের মোহাম্মদজুমা কৌদপাড়ার আহত আয়ুব আলী মণ্ডল (৬০) ও তার দু ছেলে হাসিবুর রহমান এবং শফিউল ইসলাম অভিন্ন ভাষায় ঘটনার বর্ণনা দিতে গয়ে বলেছেন, প্রতিবেশী বাবার ও নাবির আলীর সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। এরই জের ধরে রোববার সকালে ওরা আমাদের তিনজনের মাথায় মেরে রক্তাক্ত জখম করেছে।

Leave a comment