কুষ্টিয়ায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদালত ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল রোববার দুপুরে এক জনাকীর্ণ আদালতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক রেজা মো. আলমঙ্গীর হাসান এ রায় প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো মুনসুর আলী, খোকন, আইয়ূব আলী, সাহেব আলী, (জেল হাজতে আটক) আজিজুল ও অসিত কুমার পাল। সর্ব সাং-আমলাবাড়ী, উপজেলা খোকসা, জেলা কুষ্টিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় আমলাবাড়ি গ্রামের মনছের শেখের ছেলে ফারুক হোসেন (১৬) ও আসামী খোকনের সাথে বাইসাইকেল কেনা বিরোধের জের ধরে আসামীরা ফারুক হোসেনকে তার আমলাবাড়ি বাজারের দোকান থেকে ডেকে নিয়ে যেয়ে হত্যা করে। পরদিন ২৪ অক্টোবর সকালে ধান ক্ষেতের মধ্যে ফারুকের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পরিবার ও পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত ফারুক হোসেনের চাচাতো ভাই লিটন হোসেন বাদী হয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ কয়েকজনের বিরুদ্ধে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। রাষ্ট্রপক্ষ একাধিক স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী। তাকে সার্বিক সহযোগিতা করেন এডিশনাল পিপি অ্যাড. জাহাঙ্গীর আলম গালিব এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. সিরাজ-উল ইসলাম, অ্যাড. মীর আরশেদ আলী ও অ্যাড.আবু সাইদ।