সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১০

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্তবাজার নামক স্থানে বগুড়া-ঢাকা মহাসড়কের ওপর দুটি বাস ও ট্রাকের সংঘর্ষে এ পর্যন্ত ৯জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন। আহতদের মধ্যে ৪৪ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বিকেল ৩টার দিকে এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী টিনবাহী একটি ট্রাকের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা অন্তর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এর পরপরই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস অন্তর পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন নিহত হয়। এ পর্যন্ত নিহত দু ব্যক্তির নাম জানা গেছে, এরা হল ট্রাকচালক ছোহরাব উদ্দিন (৪২) ও যাত্রী আফসার আলী (৩২)। এদের বাড়ি গাইবান্ধা জেলার সাঁঘাটা উপজেলা সদরে। দুর্ঘটনা কবলিত দু বাস এবং ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় যমুনা পূর্ব ও পশ্চিম পাড়ে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে ১ ঘণ্টা পরে যান চলাচল শুরু হয়। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না আহতদের দেখতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আবদুল মতিন খান চৌধুরী, সিভিল সার্জন ডা. শামসুদ্দীন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রমুখ।