সিরাজগঞ্জে বাবা-ছেলের খুনের ঘটনায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে বাবা-ছেলের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইসহাক হোসেন ঈশা (৫০) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পূর্ব বাহুকার ফজর আলীর ছেলে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ঈশা ইউনিয়ন পরিষদেরও সদস্য।  গত শুক্রবার রাত ৯টার দিকে পিপুলবাড়িয়া বাজার এলাকা থেকে ঈশাকে গ্রেফতার করা হয়। জোড়া খুনের ঘটনায় দায়ের মামলার এজাহারভুক্ত আসামি ঈসা। এজবাহার শেখের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার    দিকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে জানান তদন্ত কর্মকর্তা। ইউপি সদস্য ছাত্তার এবং এজবাহার শেখের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এ ঘটনায় একাধিক মামলাও রয়েছে। শুক্রবার সকালে এজবাহার আলী ছেলেদের নিয়ে বাড়ির পাশের জমিতে ধান কাটতে গেলে ছাত্তার মেম্বার ও তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই এজবাহার শেখ নিহত হন এবং তার ৩ ছেলে গুরুতর আহত হন। আহতদের মধ্যে ঢাকা নেওয়ার পথে রাশেদুল ইসলাম আশিক মারা যান। আহত রেজাউল (৩২) ও মমিন (২৫) ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। শনিবার সকাল পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।

Leave a comment