যৌন নিপীড়ন : জাবির ৫ ছাত্র আজীবন বহিষ্কার

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পয়লা বোশাখে এক আদিবাসী ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ৫ ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বহিষ্কৃতরা হলেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নিশাত ইসলাম বিজয়, রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নাফিজ ইমতিয়াজ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচ রাকিব হাসান এবং নৃবিজ্ঞান ৪৩ তম ব্যাচের আব্দুর রহমান ইফতি ও নুরুল কবির। বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। ১৬ এপ্রিল এদের সংগঠন থেকেও বহিষ্কার করা হয়। সিন্ডিকেটের সদস্যসচিব ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ছাত্রী লাঞ্ছনা, ছিনতাই ও মারধরের ঘটনায় এই শাস্তি দেয়া হয়েছে।

উল্লেখ্য, পয়লা বোশাখ রাত সাড়ে সাতটার দিকে সহপাঠীর সাথে হলে ফেরার সময় বহিষ্কৃতদের হাতে যৌন নিপীড়নের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী। পরবর্তীতে এ ঘটনার বিচার চেয়ে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন।

Leave a comment