জুয়ার টাকা ও তাসসহ দুজন আটক : পলাতক ৪

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের তালতলায় জুয়াবিরোধী অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকা তালতলা স্কুলপাড়ার শুকুর আলীর দোকানের সামনে থেকে তারাচাঁন ও ফরহাদ আলীকে আটক করে মামলাসহ সদর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। মামলায় দোকানি শুকুর আলীসহ ৪ জনকে আসামি করা হয়েছে। এরা পলাতক রয়েছে।

পুলিশ বলেছে, দোকানের পাশে বসে তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে তালতলা স্কুলপাড়ার মৃত আকছেদ আলীর ছেলে তারাচাঁন (৩৪) ও একই গ্রামের কুটিপাড়ার মিজানুর রহমানের ছেলে ফরহাদ আলীকে (২৫) আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়া খেলার এক সেট তাস ও জুয়াবোর্ডের নগদ ৮শ ৫ টাকা। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালিত হয়। মামলাসহ গতরাতেই দুজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় মৃত রহিম বকশের ছেলে শুকুর আলী, কাজীর ছেলে কালু, গোলাপের ছেলে হিরোক ও সরবতের ছেলে রুবেলকে পলাতক আসামি করা হয়েছে।

Leave a comment