চুয়াডাঙ্গার মানবপাচারকারী বিপুল পুলিশি রিমান্ডে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহসহ পার্শ্ববর্তী এলাকার চিহ্নিত মানবপাচারকারী চক্রের হোতা ছোটশলুয়ার বিপ্লব হোসেন বিপুলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। তিন দিনের রিমান্ডে নিয়ে গতপরশু থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেকেন্দার।

ছোটশলুয়ার জাকির হোসেনের ছেলে বিপ্লব হোসেন বিপুল এলাকার সরলসোজা অনেক যুবককেই মোটা অঙ্কের বেতনে মালয়েশিয়ায় ভালো চাকরির কথা বলে নবপাচারকারীদের হাতে তুলে দিয়েছে। পাচারের পর মুক্তিপণও আদায় করেছে কয়েকজনের অসহায় দরিদ্র পিতা-মাতার নিকট থেকে। তার পাচারকৃতদের মধ্যে অনেকের সন্ধান নেই। তাকে গত ১০ মে চুয়াডাঙ্গা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পরদিন আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতপরশু শুক্রবার তাকে চুয়াডাঙ্গা সদর থানা কাস্টডিতে নেয়া হয়। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। সে ইতোমধ্যেই মানবপাচারের কথা স্বীকার করেছে বলে সূত্র জানিয়েছে।

Leave a comment