আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে একই পরিবারের ৮ জনসহ ১৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে একই পরিবারের ৮ জনসহ ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। গতকাল রাত ১২টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এ ১৩ জন আসামিকে গ্রেফতার করে।

জানা গেছে, উপজেলার জোড়গাছা গ্রামের বদর উদ্দিনের ৪ ছেলে খাইরুল, রোম, দুখু মিয়া, সুমন, খাইরুলের স্ত্রী পারভীনা খাতুন, রোমের স্ত্রী আম্বিয়া খাতুন, দুখু মিয়ার স্ত্রী তারা খাতুন ও সুমনের স্ত্রী মাসুরা খাতুন। এছাড়াও উপজেলার রাধাকান্তপুর গ্রামের খোকনের ছেলে লিখন, বকশিপুর গ্রামের খোদাবক্সের ছেলে মিরাজুল, নিশ্চিন্তপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মিনারুল, খাদিমপুর গ্রামের মৃত আকিজ উদ্দিনের ছেলে বিপ্লব ও পারকুলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আহমেদ। তাদের বিরুদ্ধে আদালত বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করলে গতকাল রাতে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই মকবুলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে একই পরিবারের ৮ জনসহ এ ১৩জন আসামিকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। আজ রোববার তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে।

Leave a comment