মেহেরপুরে বুড়িপোতা ইউপির ওয়ার্ড বাস্তহারা লীগের কমিটি গঠন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা বাস্তহারা লীগের উদ্যোগে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ২, ৮ ও ৯ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ২ নং ওয়ার্ড কমিটিতে মো. রাজুকে সভাপতি ও আবু জুরাদ্দারকে সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ডে মো. ঝন্টুকে সভাপতি ও মো. মতিনকে সাধারণ সম্পাদক এবং ৯ নং ওয়ার্ডে মো. মিজানুর রহমানকে সভাপতি ও মো. মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কমিটি গঠন অনুষ্ঠানে বুড়িপোতা ইউনিয়নের সভাপতি মো. বাবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বাস্তহারা লীগের সভাপতি মো. ফিরোজ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক মো. রাফিউল ইসলাম রকি, কার্যকরী সভাপতি মো. রাহুল হোসেন রাখা। সদর উপজেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক এসএম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাখেন শহর বাস্তহারা লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. অনিক সোহেন, সাধারণ সম্পাদক মো. মজিদ হোসেন, জেলা বাস্তহারা লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মুনতাসির মানুন সেফিক, বুড়িপোতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন, সহসভাপতি ফুল চাঁদ মোল্লা, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুব ক্লাবের সভাপতি মো আনোয়ার হোসেন ও বাস্তহারালীগের নেতা জিয়া ও আরিফ।

Leave a comment