মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন সড়ক দুর্ঘটায় আহত শামীম

 

মেহেরপুর অফিস: সড়ক দুর্ঘটনার পর ২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন শামীম (২২)। শামীম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সিংহাটি পূর্বপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল হামিদের একমাত্র ছেলে।

জানা গেছে, গত বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজার থেকে নিজ গ্রামের ফেরার পথে বারাদী বাজারের অদূরে তার মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি দ্রুতগতির একটি আলগামনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পা ও মাথায় আঘাত পেয়ে শামীম মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন। ওই রাতেই তাকে ঢাকা নেয়া হয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। গতরাতে তার লাশ নিজ বাড়িতে পৌঁছায়। একমাত্র পুত্রের মৃত্যুর খবরে প্রবাসী পিতা আব্দুল হামিদ গতরাত ১২টায় ঢাকা পৌঁছেছেন। আজ শনিবার ভোরের দিকে তিনি গ্রামের বাড়ি পৌঁছুবেন এবং সকালে দিকে নামাজে জানাজা শেষে লাশ দাফনের সম্ভবনা রয়েছে বলে জানান নিহতের স্বজনেরা।

 

Leave a comment