মুম্বাই-এ মুসলিম হওয়ায় চাকরির আবেদন বাতিল

 

মাথাভাঙ্গা মনিটর: মুসলিম হওয়ায় এক যুবকের চাকরির আবেদন প্রত্যাখ্যান করার অভিযোগে ভারতের প্রথম সারির হিরা রফতানি কোম্পানির বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। মুম্বাইয়ের ম্যানেজমেন্ট স্নাতক জিশান আলী খান হরিকৃষ্ণ এক্সপোর্ট নামে ওই সংস্থায় চাকরির আবেদন করলে সাথে সাথে তাকে ইমেইল করে জানিয়ে দেয়া হয় যারা মুসলিম নন, শুধু তাদেরই সেখানে চাকরি মিলবে। ধর্মের ভিত্তিতে বৈষম্য করার অভিযোগে ওই সংস্থার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনও গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেয়।

জিশান আলী খান বলেছেন, গত সপ্তাহে এমবিএ’র ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর তিনি জানতে পারেন হরিকৃষ্ণ এক্সপোর্টে নতুন নিয়োগের প্রক্রিয়া চলছে। তাই অন্য বন্ধুদের সাথে মিলে ১৯ মে সন্ধ্যায় সেখানে বায়োডেটা পাঠিয়ে ইমেইলে চাকরির আবেদন করেন।

তিনি জানান, মাত্র ১৫ মিনিটের মধ্যে আমার কাছে জবাব চলে আসে- দুঃখিত, আমরা মুসলিমদের চাকরি দিতে পারব না, শুধু নন-মুসলিমদেরই আমরা কোম্পানিতে নিই।  ভারতীয় দণ্ডবিধির ১৫৩ বি ধারা অনুযায়ী কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়াটা দণ্ডনীয় অপরাধ এবং কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান সে কাজ করলে তাদের লাইসেন্সও বাতিল হতে পারে।