মাথাভাঙ্গা মনিটর: ঝড় শুরু হয়েছে গত সপ্তাহে এক মন্তব্যের পর থেকে। এখন শুরু হয়েছে সমালোচনা। গত সপ্তাহে এক মিটিংয়ে ইতালির নারী ফুটবল দলকে সমকামীদের আখড়া হিসেবে উল্লেখ করেন অপেশাদার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফেলিকে বেলোলি। ইতালির নারী ফুটবলের উন্নয়নের জন্য বাজেট বাড়ানোর ব্যাপারে একটি মিটিং হয়। মিটিংয়ে তিনি বলেন, যথেষ্ঠ হয়েছে। সমকামীদের আখড়ায় বেশি অর্থ দেয়ার পক্ষে আমি নই। ইতালির নারী ফুটবল দল ও ক্লাব সমকামীদের আখড়া। ফেলিকের এই মন্তব্যের পর ফুঁসে উঠেছে ইতালির নারী ক্রীড়াঙ্গন। গত শনিবার নারীদের কোপা ইতালিয়ার ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু তার এই মন্তব্যের প্রতিবাদে ব্রেসিয়া ও তাভাগানসোর মধ্যের ফাইনালে মাঠে নামেনি নারী খেলোয়াড়রা। ফেলিকেকে বরখাস্ত করলেই কেবল তারা ফাইনালে মাঠে নামবে বলে জানিয়েছে। ইতালি নারী ফুটবল দলের অধিনায়ক প্যাট্রিসিয়া প্যানিকো এই মন্তব্যকে বিরক্তিকর ও বৈষম্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটা খুবই বিরক্তিকর ও বৈষম্যমূলক মন্তব্য। তিনি নারী ফুটবল দল সম্পর্কে কিছুই জানে না। এমনিতে নারী ফুটবল দলের জন্য স্পন্সর পেতে আমাদের অনেক কষ্ট করতে হয়। এখন তার মন্তব্যে কোনো স্পন্সরই পাওয়া যাবে না। ইতালিতে প্রায় ১১ হাজার নারী ফুটবলরার বিভিন্ন পর্যায়ে খেলে থাকেন। কিন্তু তারা সবক্ষেত্রে বৈষম্যের শিকার হন বলে তাদের অভিযোগ। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও জার্মানির নারী ফুটবলাররা যেমন পৃষ্ঠপোষকতা ও স্বাধীনতা পান ইতালির নারী খেলোয়াড়রাও তেমনটা চান।