ধাক্কা সামলে ইংলিশদের বড় সংগ্রহ

মাথাভাঙ্গা মনিটর: বাজে শুরুর ধাক্কা সামলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোরই গড়েছে ইংল্যান্ড। দু টেস্টের সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩৮৯ রান করেছে স্বাগতিকরা। প্রথম দিনের করা ৭ উইকেটে ৩৫৪ রান নিয়ে গতকাল শুক্রবার খেলতে নেমে কিউই পেসারদের দাপটে বেশিদূর এগুতে পারেনি ইংল্যান্ড। ১০.৫ ওভারে ৩৫ রান তুলতেই বাকি তিন উইকেট হারায় তারা।
লর্ডসে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মঈন আলী ৫৮ রান করে ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ আউট হন। স্টুয়ার্ট ব্রডও বোল্টের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন। দুটি ক্যাচই নেন টম ল্যাথাম। আর স্বাগতিক দলের শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনকে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান ম্যাট হেনরি। নিউজিল্যান্ডের দু পেসার বোল্ট ও হেনরি ৪টি করে উইকেট নেন। লর্ডসে প্রথম দিনে ৩০ রানে চার উইকেট হারিয়ে বাজে শুরু করে ইংল্যান্ড। মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় এই অবস্থা থেকে কক্ষপথে ফেরে ইংলিশরা।
ইংল্যান্ডকে চারশর কাছাকাছি রান এনে দিতে মূল ভূমিকা রাখেন বেন স্টোকস (৯২) ও জো রুট (৯৮)। এছাড়া উইকেটরক্ষক জস বাটলার করেন ৬৭ রান।