দর্শনায় তুচ্ছ ঘটনায় ১জনকে পিটিয়ে জখম : পুলিশে অভিযোগ

 

স্টাফ রিপোটার: দর্শনা হিরা সিনেমা হলের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১জনকে পিটিয়ে জখম করা হয়েছে। ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। আহত তরিকুলকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দর্শনা পুরাতন বাজারপাড়ার কামাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয় দর্শনা ইসলাম বাজারপাড়ার সুজনের। এক পর্যায়ে সুজন তার সাঙ্গপাঙ্গরা তরিকুলকে পিটিয়ে জখম করেছে। তরিকুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সুজন সহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন রফিকুল ইসলাম।।

Leave a comment