লাভ বেশী ও জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে বারি মুগ আবাদ । দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ আবাদ । লাভ জনক ও জমির উর্বরা শক্তি বৃদ্ধি পাওয়ায় চাষিরা এ আবাদে ঝুকে পড়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় চলতি চাষ মরসুমে মুগের আবাদ হয়েছে ৩ হাজার ৯শ ২০ হেঃ জমিতে যা গত বছরের চেয়ে ২শ হেঃ বেশি। দিন দিন দেশী জাতের মুগ আবাদ শূন্যের কোঠায় পৌছে যায়। জলবায়ু পরিবর্তনের কারনে দেশী মুগ আবাদ করে ফলন হয়না। তাই কৃষি গবেষনা বারি জাতের মুগ উদ্বভাবন করে। এই মুগ আবাদ করে চাষিরা ভাল ফলন পাচ্ছে। তেমনি জমির উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে। মুগ বপনের পর গাছে ফুল ধরার পর ফল আসে। এভাবে তিন বার ফল আসে। পাকার পর তোলা হয় । বিঘা প্রতি ৪/৫ মন করে মুগ উৎপাদন হয়ে থাকে । বাজারে ১ মন মুগের দাম ২,০০০/২,২০০ টকা দরে বিক্রি হচ্ছে। চাষিরা ইতি মধ্যে মুগ তোলা শুরু করেছে। মুগের শিকড় নাইট্রজেন সার ও গাছ জৈব সারের কাজ করে। এতে পরবর্তি ফসল আবাদ করতে রাষায়নিক সারের প্রয়োজন হয় না । দেশে এখন মুগের ব্যাপক চাহিদা হয়েছে। বিভিন্ন ফুড ফ্যাক্টরিতে মুগ কাচা মাল হিসাবে বিক্রি হচ্ছে। দামুড়হুদার চাষি নজরুল ইসলাম জানান তিনি এবছর তিন বিঘা জমিতে বারি মুগ-৬ আবাদ করেছেন। বিঘা প্রতি চার মন করে মুগ পাবে বলে আশা বাদি। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফি রফিকুজ্জামান জানান চাষিরা এ চাষ করে লাভবান হওয়ায় এ আবাদ করছে। তাছাড়া জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে এ চাষ করলে। মুগ আবাদ করার সব রকম সহায়তা করা হয় চাষিদের। তিনি ডালের ঘাটতি মেটাতে ও জমির উর্বরা শক্তি বৃদ্ধি করতে বেশি বেশি করে মুগ আবাদ করার আহবান জানান চাষিদের ।