গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধে দু পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১৬

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু পক্ষের মধ্যে রক্ষক্ষয়ী এক সংঘর্ষে নারীসহ অন্তত ১৬জন আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া দশটার দিকে সিরাজুল ইসলাম ও আব্দুল আজিজ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- সিরাজুল ইসলাম পক্ষের সিরাজুল ইসলাম (৬০), আইরিন নাহার (২৫), নুন্নিহার বেগম (৪৫), আতিয়ার রহামান (৫০), রিপন হোসেন (২৫), স্বপন হোসেন (২১), আসুরা খাতুন (৩৮), রমজান আলী (৫৬) ও ভুটার মিয়া (২২), আব্দুল আজিজ (৫০) ও তার পক্ষের বাকি বিল্লাহ (৪৫), রহিমা আক্তার সেতু (১৬), রেবেকা খাতুন (৩০), আফরোজা খাতুন (৪৫) ও আক্তারুল ইসলাম (৩৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাহারবাটি গ্রামের সিরাজুল ইসলাম ও আব্দুল আজিম পক্ষের মধ্যে শরিকানা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। আজ সকালে সার্ভেয়ারের মাধ্যমে জমি মাপজোপ করার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে দু পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থেমে গেলে স্থানীয় লোকজন উভয় পক্ষের আহত ১৬ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ছয় জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক রায়হান কবির। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে। ভুক্তভোগীরা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে।