স্কুল শিক্ষার্থী ধর্ষণ-হত্যার প্রতিবাদে উত্তাল শ্রীলঙ্কা

 

মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কায় ১৮ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শ্রীলঙ্কার উত্তরাঞ্চল জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহ আগে বিদ্যা সিভায়োগানাথম নামের ওই স্কুল ছাত্রীকে কয়েক জন মিলে ধর্ষণের পর হত্যা করে। বিক্ষোভকারীরা গত বুধবার উত্তরাঞ্চলের প্রধান শহর জাফনায় একটি আদালতে হামলা চালায়। এ সময় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। বিক্ষোভকারীদের অভিমত সরকারের উচ্চ মহলের প্রশ্রয় পেয়ে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। ফলে অহরহই ঘটছে এ ধরণের ঘটনা।

Leave a comment