মেহেরপুর অফিস: আমার ফোন আমার নামে কল করি নিরাপদে এ স্লোগান নিয়ে সিটিসেল মেহেরপুরে ৩দিন ব্যাপি রিম রিরেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু করেছে। প্রথম দিন ১৯ মে বিপুল সংখ্যক গ্রাহক উদ্বুদ্ধ হয়ে রিম-রিরেজিস্ট্রেশনের জন্য ভিড় জমান। ক্যাম্পেইনে উপস্থিত আছেন সিটিসেলের মেহেরপুর জেলার ডিস্ট্রিবিউটর মো: রাশেদুল ইসলাম (লোটন), কুষ্টিয়া এরিয়া ম্যানেজার দিরার ইসলাম, টেরিটরি ম্যানেজার ইয়াসিন আরাফাত এবং কাস্টমার কেয়ার প্রতিনিধি মো: খাদেমুল ইসলাম। এ ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইলে এরিয়া ম্যানেজার দিরার ইসলাম বলেন- ক্যাম্পেইনের ফলে গ্রাহকরা রিম নিজ নামে রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পারবেন এবং নিজের নামে রিম রেজিস্ট্রেশন করতে উদ্বুদ্ধ হবেন।