মেহেরপুরে আমে ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করার দায়ে আমব্যবসায়ীর জরিমানা

মেহেরপুর অফিস: আমে ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করার দায়ে সোহেল রানা (২৭) নামের এক আমব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাসায়নিক মেশানো প্রায় ১২ মণ আম ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহরেপুর শহরের শেখপাড়ার একটি আমবাগানে পুলিশের অভিযানে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের রায় দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শেখপাড়ার একটি আমবাগানে মানব দেহের ক্ষতিকর রাসায়নিক দিয়ে আম পাকানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে স্প্রে যন্ত্র ও রাসায়নিকসহ (কীটনাশক) সোহেল রানাকে আটক করা হয়। পরে সোহেল রানাকে ভ্রাম্যমাণ আদাতে সোপর্দ করা হলে ওই দণ্ড দেয়া হয়। ওসি আহসান হাবীব জানান, যেকোনো মূল্যে আমে ক্ষতিকারক রাসায়নিক মেশানো বন্ধ করতে বিভিন্ন এলাকায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি শাদা পোশাকে বেশ কয়েকজন দায়িত্ব পালন করছেন। আমে ক্ষতিকারক রাসায়নিক দিলেই তার বিরুদ্ধে কাঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a comment