মাথাভাঙ্গা মনিটর: পাঁচ বছরের বিরতির পর ‘জাজবা’ ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। মাতৃত্বের কারণে এ দীর্ঘবিরতিতে ছিলেন তিনি। অভিনয়ে ফিরে এসে তিনি জানালেন, মাতৃত্বের কারণে তার ছবি পছন্দ করার ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটায়নি।
ঐশ্বরিয়া বলেন, ছবির প্রসঙ্গে মাতৃত্ব আমার পছন্দের কোনো পরিবর্তন ঘটায়নি। এটি আমার কাছে পরিবর্তনের কোনো বিষয় নয়। আমি সবসময় মিশ্র কাজ করেছি, যার মধ্যে ‘দেবদাস’, ‘রেইনকোট’, ‘ধুম ২’, ‘রোবট’, ‘গুজারিশ’ ও অন্যান্য ছবি রয়েছে। তিনি বলেন, ভালো ভালো সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমি ঝুঁকি নিয়েছি। দর্শক ও বলিউড আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে গ্রহণ করেছে বলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ৪১ বছর বয়সী এ অভিনেত্রী শিগগির করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে কাজ শুরু করবেন। সেখানে আরো থাকছেন রণবীর কাপুর ও আনুশকা শর্মা।