বেতন কাঠামো প্রত্যাখ্যান শিক্ষক সমিতির

 

স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিও জানিয়েছে তারা। এ বিষয়ে সমিতি আগামী ২৪ মে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বেতন কাঠামো প্রত্যাখ্যান ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল।

মাকসুদ কামাল বলেন, সপ্তম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের যে অবস্থান ছিলো, প্রস্তাবিত বেতন কাঠামোয় তা দু ধাপ নামিয়ে আনা হয়েছে। এটা শুধু ন্যায়সঙ্গত অধিকারই ক্ষুণ্ণ করেনি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য তা অত্যন্ত অবমাননাকরও।

Leave a comment