দর্শনা অফিস: এতটুকু বয়সে কিডনিজনিত রোগে ভুগছে ৬ বছর বয়সী ফুটফুটে শিশু সজিব। সজিবকে সুস্থ্ করে তুলতে প্রয়োজন প্রচুর অর্থ। যা তার দরিদ্র বাবার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর বাগানপাড়ার দিনমজুর আতিয়ার রহমানের ছেলে সজিব ২ বছর বয়স থেকে রোগে ভুগছে। অবশেষে চিকিৎসকদের কাছ থেকে জানা গেছে সজীব কিডনিজনিত রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসায় সজিব সুস্থ হয়ে উঠতে পারে। তাই সজিবকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আকুতি করেছেন বাবা আতিয়ার রহমান। সাহায্য পাঠাতে যোগাযোগ করুন ০১৯৬০-৯২৮৯৯৪।