খবর: (ওয়ার্কার্স পার্টির স্মারকলিপি, বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্ত বন্ধসহ ৭ দফা)
সব জিনিসের দাম বেড়ে যায়
গা-গতরের ঘাম বেড়ে যায়
আলু পেঁয়াজ
কিনবে কে আজ
চাল কিনতেই সারা,
আমরা অভাব হারা!
দফায় দফায় বাজার বাড়ে
পুরান ব্যথা মাজার বাড়ে
বাতের ব্যথা
ভাতের ব্যথা
এক সাথে হয় জড়ো,
আমরা তবু বড়ো!
তিলের বাজার তাল হয়ে যায়
ব্যবসায়ীরা লাল হয়ে যায়
গরিব চতুর
হচ্ছে ফতুর
বেরিয়ে বুকের খাঁচা,
ভালোই আছি বাছা!
-আহাদ আলী মোল্লা