ঝিনাইদহে অভিযুক্ত দু মানব পাচারকারীর বাড়িতে হামলা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অভিযুক্ত দু মানব পাচারকারীর বাড়িতে হামলা চালিয়েছে ভুক্তভোগীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার হীরাডাঙ্গা-শুড়াপাড়া গ্রামের তোফা শাহ’র ছেলে হারুন শাহ ও এলেম বিশ্বাসের ছেলে খলিল বিশ্বাসের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পাচার হওয়া হাসান আলীর পিতা আব্দুর রহমান বলেন, হীরাডাঙ্গা-শুড়াপাড়া গ্রামের হারুন শাহ, খলিলুর রহমান, জমিদার ওরফে মনিরুল ও ইয়ার আলী মানব পাচারের সাথে জড়িত। তারা দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে। তারা গত ৩ মাস আগে তার ছেলে হাসান আলী (২২) ও একই গ্রামের আনসার আলীর ছেলে রাকিব হাসানকে (১৬) মালয়েশিয়া পাঠায়। এর পর থেকে তাদের আর কোনো খোঁজখবর নেই। গতকাল বৃহস্পতিবার সকালে তারা দু পরিবারের লোকজন পাচারকারীদের বাড়িতে গিয়ে ছেলেদের খোঁজ জানতে চায়। তখন পাচারকারীদের বাড়ির লোকজন তাদের ওপর চড়াও হয়। এ সময় নিখোঁজ ব্যক্তিদের লোকজন পাচারকারীদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও হালকা ভাঙচুর করে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, মানব পাচারের শিকার দুটি পরিবারের লোকজন ও হীরাডাঙ্গা-শুড়াপাড়া গ্রামবাসী মানব পাচারকারীদের বাড়িতে হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় মতিয়ার রহমান নামে একজনকে আটক করা হয়েছে।