জিহাদের মৃত্যু : প্রকৌশলীর জামিন মঞ্জুর

 

স্টাফ রিপোর্টার: ঢাকায় পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন রেলের প্রকৌশলী জাহাঙ্গীর আলম। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম অশোক কুমার দত্ত এই আদেশ দেন। এর আগে পাঁচ মাস পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রেলওয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে। গত বছরের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিরমাঠে একটি পাইপের মধ্যে পড়ে যায় জিহাদ। পরদিন ২৭ ডিসেম্বর বিকেলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পানির পাম্প বসানোর প্রকল্পের পরিচালক ছিলেন রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। কাজটি করছিল সালামের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআর।

পরে জিহাদের বাবা নাসির ফকির শাহজাহানপুর থানায় মামলা করেন। এতে জাহাঙ্গীর আলম ও ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআরের মালিক আব্দুস সালামকে আসামি করা হয়।

Leave a comment