জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হলো রবি

 

স্টাফ রিপোর্টার: গ্রামীণফোনকে হারিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসরশিপ পেয়েছিলো ‘টপ অব মাইন্ড’। ৪১ কোটি ৪১ লাখ টাকার বিনিময়ে নিলামের মাধ্যমে স্পনসরশিপ পেয়েছিলো এই মিডিয়া প্ল্যানিং কোম্পানি। মাত্র ১ দিনের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পনসর হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়।

দুপুরে মিরপুরে বিসিবির কনফারেন্স সেন্টারে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রবির বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পনসর হওয়ার বিষয় ঘোষণা দেয় রবি। আসন্ন সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পনসর হিসেবে থাকবে রবি। এছাড়া আগামী দু বছরের জন্য জাতীয় ক্রিকেট দল ছাড়াও অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ ‘এ’  দল ও নারী দলের স্পনসরশিপে থাকবে রবি।

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত (আট বছর) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিলো গ্রামীণফোন। এরপর ২০১২ সালের জুনে ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশের ক্রিকেটের সাথে চার বছরের জন্য যুক্ত হয় সাহারা গ্রুপ। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস বাকি থাকতেই তাদের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি।

Leave a comment