ছেলের পাউয়ারটিলারের নিচে পড়ে বৃদ্ধ বাবার মৃত্যু

কুষ্টিয়া ইবির আসাননগরে আবাদি জমির আগাছা পরিষ্কার করতে দিয়ে দুর্ঘটনা

 

কেএ মান্নান : কুষ্টিয়া ইবি’র আসাননগরে জমি চাষ দেয়ার সময় ছেলে রুহুলের পাউয়ারটিলারের নিচে পড়ে বৃদ্ধ পিতা আনছার মণ্ডলের মর্মান্তিক মৃত্যু হয়েছে । গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুষ্টিয়া ইবি থানার গোস্বামীদুর্গাপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত হাকিম মণ্ডলের ছেলে বৃদ্ধ কৃষক আনছার মণ্ডল (৯০) ছিলেন ৮ সন্তানের জনক। বয়স হলেও তিনি অনেকটা স্বাভাবিকভাবেই চলাফেরা করতেন। স্ত্রী জানান, ছোটো ছেলে রুবেল (২৫) শ্যালোইঞ্জিনচালিত পাউয়ারটিলার নিয়ে বাড়ি সংলগ্ন শিতিলীর মাঠে জমিচাষের জন্যে যায়। ওর বাবাও যায় মাঠে। প্রত্যক্ষদর্শীরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ছেলে রুবেল শুরু করে শ্যালোইঞ্জিন চালিত পাউয়ারটিলার চালনা। এ প্রান্ত থেকে ওই প্রান্তে দ্রুতগতি নিয়ে ঘাস-আগাছা জড়িয়ে চলছে পাউয়ারটিলার। আর পিতা বৃদ্ধ কৃষক আনছার মণ্ডল মাটি আঁচড়ে ঘাস-আগাছা ধরে আইলের ওপাশে ফেলছেন। এরই এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারালে পাউয়ারটিলারের আনছার মণ্ডল টিলারের নিচে পড়ে রক্তাক্ত জখম হন। ফলার আঘাতে নাড়িভুড়ি বের হয়ে যায়। এ সময় ছেলে রুবেলের চিৎকারে মাঠের কৃষকেরা ছুটে এসে বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু না, তাকে আর হাসপাতালে নিতে হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ইবি থানার ওসি শফিকুল ইসরাম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স । প্রশাসনিক অনুমোদন শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।