মাথাভাঙ্গা মনিটর: ধর্মীয় শত্রুতায় ইন্ধন যুগিয়ে ঘৃণা ছড়ানোর দায়ে পাকিস্তানে এক সুন্নি ইমামকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে লাহোরের একটি আদালত। গতকাল একটি সূত্র জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ইমাম ক্বারি আবু বকর ওয়াজ করার সময় সংখ্যালঘু শিয়াদের ‘কাফের’ আখ্যা দেয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন। লাহোরের কাছের জেলা কাসুরের কোট রাধা কৃষাণ এলাকায় ওই ওয়াজ অনুষ্ঠিত হয়েছিলো। পাকিস্তানি এক কর্মকর্তা বলেছেন, শিয়াদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর দায়ে ওই ইমাম দোষী সাব্যস্ত হয়েছেন, তার ওয়াজের সময় শিয়াদের কাফের আখ্যায়িত করে স্লোগানও দেয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন দণ্ডিত ইমাম।