গাংনী উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 

গাংনী প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে মেহেরপুর গাংনী উপজেলায় ১০ নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার শেষ দিনে গাংনী নির্বাচন অফিসে সাত জন এবং মেহেরপুর নির্বাচন অফিসে তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদের তিনটি আসনের মধ্যে ১নং আসনে আসমতারা, সামিরন নেছা ও ফরিদা খাতুন, ২নং আসনে পারভিনা খাতুন, নাজনীন আক্তার ও মর্জিনা খাতুন এবং ৩নং আসনে রেহেনা খাতুন, রওশন আরা, সাহেরা খাতুন ও আনোয়ার খাতুন মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ২৩ মে মনোনয়নপত্র বাছাই, ৩০ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দেশে এই প্রথম পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য/কাউন্সিলদের ভোটের মাধ্যমে তাদের মধ্য থেকে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবে। গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্য/কাউন্সিলর তিনটি করে ভোট দিতে পারবেন।

Leave a comment