গাংনীতে আলো জ্বালাতে গিয়ে নিভে গেলো লাইনম্যানের জীবনপ্রদীপ

 

গাংনী প্রতিনিধি: বিদ্যুত লাইন সম্প্রসারণের কাজ করছিলেন লাইনম্যান কাউছার আলী। এ সময় বৈদ্যুতিক খুঁটির সাথে জড়িয়ে থাকা ডিসের তার থেকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিভে যায় তার জীবনপ্রদীপ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার যুগিন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাউছার আলী (৩৮) জোড়পুকুরিয়া গ্রামের মহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির গাংনী জোনাল অফিসের প্রতিনিধিরা জুগিন্দা গ্রামে লাইন সম্প্রসারণের কাজ করছিলেন। একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইনম্যান কাউছার আলী বৈদ্যুতিক পোলের উপরে উঠে নতুন মিটারের সংযোগ দেয়ার কাজ শুরু করেন। এ সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জড়িয়ে থাকা ডিসের তার থেকে বিদ্যুতস্পৃষ্টে কাউছার আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে গাংনী ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নেয়া হয় নিজ বাড়িতে। এসময় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।

মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির গাংনী জোনাল অফিস সূত্রে জানা গেছে, খুঁটিতে কাজ করার সময় লাইন বন্ধ করা হয়। কিন্তু ডিস লাইনে বিদ্যুত কারো জানা ছিলো না। এতে ঘটে এ বিপত্তি।

Leave a comment