মাথাভাঙ্গা মনিটর: মিশরের নিরাপত্তা বাহিনী দেশটিতে গণবিক্ষোভ দমাতে সরকার বিরোধী বন্দিদের ওপর ব্যাপক যৌন নির্যাতন চালাচ্ছে। প্যারিস ভিত্তিক মানবাধিকার সংগঠন ফেডারেশন ফর হিউম্যান রাইটস বা এফআইডিএইচর প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিশরের প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। এরপর মিশরের পুলিশ ও সেনা কর্মকর্তাদের যৌন নির্যাতন ও সহিংসতা চালানোর ঘটনা বহুগুণে বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এটি পরিষ্কার যে ২০১৩ সালের ৩ জুলাইয়ের পর থেকে মিশরের পুলিশ এবং সেনা কর্মকর্তারা শিশু, তরুণী, নারী, বৃদ্ধ ও বৃদ্ধাদের ওপর নির্বিচারে যৌন হামলা করছে।