দামুড়হুদায় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ : ভ্রাম্যমাণ আদালত

তিন সন্তানের জনক জয়নালের জেলজরিমানা

 

দামুড়হুদা প্রতিনিধি : দামুড়হুদায় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তিন সন্তানের জনক জয়নালকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ। দণ্ডপ্রাপ্ত জয়নাল দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ার রুলু শেখের ছেলে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দামুড়হুদায় এক ছাত্রীকে জয়রামপুর শেখপাড়ার রুলু শেষের ছেলে ৩ সন্তানের জনক জয়নাল আবেদীন দির্ঘদিন ধরে পথের মাঝে উত্তক্ত করে আসছিলো। মাস খানেক আগে জয়নালের ছবির সাথে ওই মেয়ের ছবি জুড়ে করে কে বা কারা মেয়ের বাড়ির অদুরে ফেলে রাখে। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিষয়টি গ্রাম্য সালিস বৈঠকে সুরাহা না হওয়ায় শেষেমেষ স্কুল ম্যানেজিং কমিটির কাছে নালিশ করেন মেয়ের পিতা। বিষয়টি আমলে নিয়ে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে জানানো হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এ সংক্রান্তে দু দফা শুনানি শেষে গতকাল বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে যৌন হয়রানির অভিযোগে দণ্ডবিধির ৩৫৪ ধারায় অভিযুক্ত জয়নালকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এসআই আবু জাহের ভূইয়া, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।

উল্লেখ্য, ৩ বছর আগেও একবার ওই মেয়েকে যৌনহয়রানির অভিযোগে অভিযুক্ত হয় জয়নাল। ওই সময় স্কুল ম্যনেজিং কমিটি জয়নালকে জুতোপেটা শেষে মোচলেখা নিয়ে ছেড়ে দেয়।