গ্রীষ্মকালীন ছুটি বাতিল বিভাগীয় শিক্ষকরা চাইলে ইবিতে রমজান মাসেও ক্লাস পরীক্ষা

 

ইবি প্রতিনিধি: বিভাগীয় শিক্ষকরা চাইলে রমজান মাসেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অনুষদীয় ডিনদের এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আসন্ন গ্রীষ্মকালীন ছুটি বাতিলের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় উপাচার্য অফিসের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনুষদের ডিনদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিনসহ পাঁচ অনুষদের ডিনরা অংশগ্রহণ করেন। বৈঠকে আসন্ন গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও রমজান মাসে ক্লাস পরীক্ষা নেয়ার ব্যাপারে বিভাগীয় একাডেমিক কমিটির নেয়া সিদ্ধান্তের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন বলেন, বৈঠকে আসন্ন গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও রমজান মাসে ক্লাস পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আসন্ন গ্রীষ্মকালীন ছুটি বাতিল করায় আগামী ৬ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ক্লাস পরীক্ষা চলবে। এছাড়া বিভাগীয় শিক্ষকরা চাইলে রমজান মাসেও (আগামী ১৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত) ক্লাস পরীক্ষা চলবে। রমজান মাসে ক্লাস পরীক্ষা চলবে কি-না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল বলেন, এ বিষয়ে বিভাগ থেকে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস পরীক্ষা নেয়ার বিষয়টি বিভাগের ওপর ছেড়ে দিয়েছে, তাই বিভাগীয় একাডেমিক কমিটির মিটিঙে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বিভাগীয় শিক্ষকরা এতে মত দিলে রমজানেও আইন বিভাগে ক্লাস পরীক্ষা চলবে। ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, রমজানে শুধু পরীক্ষা নেয়ার ব্যাপারে বিভাগীয় শিক্ষকরা আগে থেকেই মত দিয়ে রেখেছেন। তবে রমজানে ক্লাস চলবে কি-না সে বিষয়টি বিভাগীয় একাডেমিক কমিটির পরবর্তী মিটিঙে সিদ্ধান্ত হবে। বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় অনাকাঙ্ক্ষিত বন্ধের কারণে শিক্ষাথীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এজন্য শিক্ষার্থীদের স্বার্থে আমরা রমজান মাসেও ক্লাস পরীক্ষা নিতে চাই। উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, গ্রীষ্মকালীন ছুটি বাতিল করায় শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি কিছুটা হলেও কমবে। এছাড়া বিভাগীয় শিক্ষকদের এখতেয়ার দেয়া হয়েছে, তারা চাইলে রমজান মাসেও নিজ নিজ বিভাগে ক্লাস পরীক্ষা নিতে পারবেন। প্রসঙ্গত, বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহতের জের ধরে গত বছরের ৩০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় প্রায় সাড়ে চার মাস বন্ধ ছিলো। শিক্ষার্থীদের দাবি ছিলো, আসন্ন গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও রমজানে ক্লাস পরীক্ষা নিয়ে যেন এ ক্ষতি কিছুটা কমিয়ে আনা যায়। অবশেষে শিক্ষাথীদের সে দাবি পূরণ হল। গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও রমজানে ক্লাস পরীক্ষা নেয়ার ঘোষণায় শিক্ষার্থীরা তাদের সন্তোষ প্রকাশ করেছেন। বাংলা বিভাগের মনজুর ও আইন বিভাগের নিশান বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ও রমজান মাসেও ক্লাস পরীক্ষা নেয়। অবশেষে আমাদের দাবি পূরণ হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আশা করবো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যমান সেশনজট নিরসনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।