কাওমী মাদরাসা শিক্ষা বোর্ডের ৩৫তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে আজ

 

স্টাফ রিপোর্টার: কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের ৩৮তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে আজ। চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারা দেশে কাওমী মাদরাসার সহশ্রাধীক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বালক/বালিকা শাখায় ৫ স্তরে এ পরীক্ষা হলেও চুয়াডাঙ্গা মেহেরপুরে ৪ মারহালায় পরীক্ষা হচ্ছে। ইবতিদাইয়্যাই, মুতাওয়াসসিতাহ, ছানবিয়াতুল উলয়, ফলিত, ও তাকমীল। চুয়াডাঙ্গা মেহেরপুরে ৩৮টির শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। চুয়াডাঙ্গার বালক কেন্দ্রগুলো হলো- ফার্মপাড়া খাদেমুল ইসলাম মাদরাসা, বুজরুকগড়গড়ি দারুল উলুম মাদরাসা ও জীবননগরে বাকা মাদরাসা। বালিকা কেন্দ্র হলো আদর্শ মহিলা মাদরাসা, জীবননগর মহিলা মাদরাসা, আলুকদিয়া মহিলা মাদরাসা।